মানুষ বড় কাঁদছে
তুমি মানুষ হয়ে ওদের পাশে দাঁড়াও ।
হায় রে কবি – তোমার এ আর্ত আহ্বান
এই পৃথিবীর প্রতিটি অক্ষাংশ দ্রাঘিমায়
বারবার প্রতিধ্বনিত হচ্ছে
ওরা শুনতে পাচ্ছে কই?
পৃথিবীর উষ্ণতা বাড়ছে
মেরুপ্রান্তের জমাট বরফ
বিন্দু বিন্দু জলকণা হয়ে
ভাসিয়ে দিচ্ছে সিন্ধু ।
ওরা দেখতে পাচ্ছে কই?
প্রচণ্ড দাবদাহে ঝলসে যাচ্ছে
গোটা পৃথিবী
ঝড়ের প্রলয়ে ধ্বস্ত প্রায়
তিলে তিলে গড়া সৃষ্টি।
কেউ ঘরবাড়ি ছেড়ে
কঠোর রৌদ্রে ঠায়
কেউ কৃত্রিম শীতলতায়
ক্ষণিক ঘুমিয়ে নিতে চায়
ওদের ঘুম ভাঙছে কই?
ওদের ঘুম ভাঙবে, এখনই
বিভিন্ন দাবিতে বিভক্ত ওরা
দলবদ্ধ চিৎকার করে উঠবে,
প্রচন্ড রোষে মারমুখী হয়ে
রুখে দাঁড়াবে ওদেরই বিরুদ্ধে।
বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা
ভিক্ষুক চিৎকার করে
ভিক্ষার ঝুলি বাড়িয়ে দেবে
আর এক ভিক্ষুক এর দিকে।
বাতাসে বারুদের গন্ধ পাওয়া কবি !
বাতাসে ভেসে ফিরবে
তোমার আর্ত আহ্বান–
মানুষ বড় কাঁদছে
তুমি মানুষ হয়ে ওদের পাশে দাঁড়াও।
– Unknown