কমরেড, কোভিড সংক্রমন আবার বাড়ছে। আমাদের দেশেও ওমিক্রনের প্রতিঘাত শুরু হয়েছে। ইতিমধ্যে এই সংক্রামনের গভীর প্রভাব – আমাদের সমাজ ও অর্থনীতিতে ও পড়েছে। কিন্তু এতে ভীত সন্ত্রস্ত হলে চলবে না। নিজেদেরকে ভয়শূন্য করতে, বৈঞ্জানিক স্বাস্থ্য সম্মতভাবে সচেতনতা তৈরি করতে পারলেই এই প্রতিঘাত দ্রুত প্রতিহত করা সম্ভব হবে।
এই উদ্দেশ্যে আমরা আমাদের গেষ্ট হাউসে
১) সঠিকভাবে মুখে মাস্ক পরা সুনিশ্চিত করবো।
২) বার বার সাবান বা হ্যাণ্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিস্কার রাখুন।
৩) গল্পের আসরে নিজেদের মধ্যে শারীরিক দূরত্ব বজায় রাখুন।
৪) গেষ্ট হাউস থেকে বেড় হবার সময় অবশ্যই চাদর ও বালিশের ওয়ার কাচার জায়গায় রেখে বের হবেন।
৫) টীকাকরণ না হয়ে থাকলে, দ্রুত সম্পূর্ণ করুন এবং অপর কে উৎসাহিত করুন।
৬) উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন ও প্রয়োজনীয় পরীক্ষা করান।
৭) গেষ্ট হাউস এর ভিতরে কখনোই কোনো কলিককে আমন্ত্রন জানাবেন না।
কমরেড, আমরা সরকারের কাছে একটা সংখ্যা মাত্র কিন্তু পরিবারের কাছে আমরা পৃথিবী। তাই একজন দ্বায়িত্বশীল কমরেড হিসাবে স্বাস্থ্য বিধি মেনে চলুন। সংগঠনের আমরা সকলে আপনার সাথে আছি।
– শিলিগুড়ি WBSEA ইউনিট