চলে যাব – এই পৃথিবী থেকে
তবু লিখে যাই যতক্ষন মনে আছে আশা,
জানি – পারিনি কিছুই দিতে পাশের ক্ষুধার্ত কে
তবুও বুকে জ্বলে অপরিমেয় ভালোবাসা
কিন্তু, এটাই কি শেষ কথা?
আজ যখন বেকার জীবনের শেষ দ্বারে পৌঁছেছি ।
তখন পুঞ্জিভূত ক্রোধ অন্তঃশীলা থেকে
বেড়িয়ে আসতে চায় —–
বার বার চেষ্টা করছি সঠিক শিক্ষা নিতে
পৃথিবীর হাজার কোটি বুভুক্ষা মানুষের থেকে,
কতটা পেরেছি জানিনা — তবে
বুঝে গেছি একটা কথা,
জীবনের সঠিক পথ, ভেঙ্গে বেরিয়ে আসার মনিষী ভাষা।
আজ যখন দেখি চাকুরীজীবির নেই কোনো
চাকরির নিরাপত্তা —
তখন মনে হয় ধনতন্ত্রে – বেকার
বৃদ্ধি সঠিক যুক্তি কথা ।।
তাই আজ আর ভেঙ্গে পড়ি না
নিজের দুঃখে ———
তাকিয়ে দেখি ক্ষুধার্ত মানুষের
সংগঠিত মিছিলের দিকে
লেগে পড়ি আপোষহীন সংগ্ৰামে
নতূন পৃথিবী সৃষ্টির প্রচেষ্টাতে ।।
– অসীম মুখার্জী ।।